কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : ঈদ বোনাসের টাকা জোগাড় করতে সবুজ বেষ্টনীর গাছ উজাড় করেছে সংঘবদ্ধ একটি চক্র। বন বিভাগকে ম্যানেজ করে পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া বেড়িবাঁধের পাশের অন্তত ৩০ হাজার টাকার আকাশ মনি গাছ কেটে নিয়েছে বনদস্যুরা।

ঈদের আগের রাতে এ গাছ উজাড় হলেও বন কর্মকর্তারা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার তারা অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় জিডি করলেও এখন পর্যন্ত কেটে নেয়া গাছ উদ্ধারে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

অভিযোগ রয়েছে চাকামইয়া ইউনিয়নের সোহাগ মৃধা, সুলতান ,মৃধা ও রফিকুৃল হাওলাদারের নেতৃত্বে আর ২/৩ যুবক এ গাছ কেটে নেয়। ঈদ বোনাসের টাকা যোগাড় করতে তারা এ গাছ কেটে নেয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন তিনটি গাছ কাটার কথা স্বীকার করে বলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা কেটেছে তা জানতে পারেন নি। তাকে ম্যানেজ করে এ গাছ কাটার অভিযোগ মিথ্যা।

(এমকেআর/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)