সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় বিজিবি সদস্যরা নারী ও শিশুসহ আট বাংলাদেশীকে আটক করেছে। রবিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী শ্রীরামপুর পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সোহরাব ফকিরের ছেলে মো. রায়হান (১৮), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (১৮), শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শওকত শেখের ছেলে আব্দুর রউফ (২৪) ও একই এলাকার শামসুল আলমের ছেলে শাহাদাত শেখ (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের এলেম সরদারের ছেলে রশিদ সরদার (৩০), গোবরা গ্রামের মান্নান গাজীর স্ত্রী রহিমা খাতুন (৬০), তার কন্যা তামান্না খাতুন (০৮) ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার নাসির উদ্দিনের ছেলে তমাল শেখ (২০)।

শাঁখরা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাখাওয়াত হোসেন জানান, একদল বাংলাদেশী অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফিরছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটজন নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।

আটককৃতরা জানান, তারা গত দুৎর্গা পূজার সময় চিকিৎসার জন্য দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, এ ঘটনায় শাঁখরা বিজিবি ক্যাম্পের হাবিলদার শাখাওয়াত হোসেন বাদি হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)