আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া বালিকা বিদ্যালয়ের চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার তালতারমাঠ গ্রাম থেকে রনজিত বৈরাগীর ছেলে ও ঢাকা গুলশানের স্যানিটারী মিস্ত্রী রতন বৈরাগী (২৩)কে গ্রেফতার করেছে। ওসি সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত রতনের দেয়া তথ্য মতে গৌরনদী পৌর এলাকার প্রাইভেট টিউটর ফারহান হোসেনের বাসা থেকে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করেন। রতন চুরির চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবেনা।
ফারহান জানান, তিনি রতনসহ অন্য আরও একজনের কাছ থেকে ৯ হাজার টাকায় কম্পিউটার ক্রয় করেছিলেন।
প্রকাশ, আগৈলঝাড়া সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ে গত ৬ অক্টোবর রাতে কম্পিউটার ল্যাবরেটরির দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল চারটি কম্পিউটার, দুইটি মনিটর, মাউসসহ অন্যান্য যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ বাদী হয়ে ৮ অক্টোবর অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ওই দিনই পুলিশ স্কুলের নৈশ প্রহরী রাম কৃষ্ণ রায়কে গ্রেফতার করে।

(টিবি/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)