আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে বরিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আশ্রাব আলী সরদার (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ধর্ষিতা বাদি হয়ে আ’লীগ নেতা আশ্রাব আলী সরদার সহ আরো অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে গতকাল বিকালে গৌরনদী থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষিতা ও পুলিশ জানায়, এক বছর পূর্ব থেকে মাদারীপুর সদর থানার বাঘেরপাড় এলাকার গৃহবধু সাথে গৌরনদী উপজেলার ডুমুরিয়া গ্রামের আ’লীগের নেতা আশ্রাব আরী সরদারের পরিচয় ছিল। এ সুবাদে গৃহবধু আশ্রাব আলীকে ৩০ হাজার টাকা ধার দেয়। ধারের পাওনা টাকা নেয়ার জন্য আশ্রাব আলী মোবাইল ফোনে গৃহবধুকে গৌরনদীর বাকাই হাটের আলোক দিশারী সমবায় সমিতির কার্যালয়ে আসতে বলে। শনিবার বিকাল ৫টার দিকে গৃহবধু ও তার বান্ধবী ওই সমিতির কার্যালয়ে আসেন। টাকা দিতে দেরি হবে বলে তাদের সমিতির কার্যালয়ে বসিয়ে রাখে। রাত ৮টার দিকে আশ্রাব আলী ও তার ৩ সহযোগী সমিতির কার্যালয়ে এসে তাদের মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে রাখে। এরপর আশ্রাব ও তার সহযোগীরা বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। রাত ১১টার দিকে আশ্রাব আরী সরদার ৪ সহযোগীকে নিয়ে সমিতির কার্যালয়ে ঢুকে বান্ধবীকে অন্যত্র সরিয়ে নেয়। এরপর আশ্রাব আলী গৃহবধুকে ধর্ষণ করে। রাত ১২টার দিকে ধর্ষিতাকে মোটর সাইকেল যোগে একটি নির্জন বাগানে নিয়ে আশ্রাব আরী সরদারের ২ সহযোগী পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাত ২টার দিকে ধর্ষিতাকে আবার সমিতির কার্যালয়ে নিয়ে আসে ধর্ষকরা। বিষয়টি রবিবার সকালে জানাজানি হলে গৌরনদী সার্কেলের এএসপি মো. কামরুজ্জামান ও ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করে বাকাই হাট থেকে আশ্রাব আলী সরদারকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, এ ঘটনার সাথে ডুমুরিয়া ও সালতা গ্রামের শিপন সরদার, ইব্রাহিম কাজী, আনোয়ার বেপারী, শাহালম হাওলাদারসহ আ’লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

(টিবি/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)