মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেছেন, হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি যে ঐতিহ্য সৃষ্টি হয়েছে তা দুস্কৃতিকারীরা নষ্ট করতে চায়। কোন অপশক্তিকে সেই ঐতিহ্য নষ্ট করতে দিবো না৷

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিদর্শন সেটি যাতে নষ্ট না হয় দুর্গা পূজার শেষ দিনে সর্তক থাকতে হবে। আজ রাত বারোটা থেকে সকাল ছয় পর্যন্ত দেশের সকল পূজা মন্ডপগুলোতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডিআইজি নুরুল ইসলাম, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল র‍্যাব ১১ এর অধিনায়ক তানভীর মোহাম্মদ পাশা, আমলাপাড়া পূজা মন্ডপ কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ডপ কমিটির সদস্যরা।

(এমএস/এএস/অক্টোবর ০৫, ২০২২)