শাহ্ আলম শাহী, দিনাজপুর : “সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে সংবাদকর্মী, ছাত্র-শিক্ষক, লেখক ও সংস্কৃতিকর্মীদের মুখামুখি টিম অপারেশন সুন্দরবন।

দিনাজপুর প্রেসক্লাবের এম.আব্দুর রহীম মিলনায়তনে র‌্যাব ‘এর আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশে সরকারি অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার লক্ষ্য-উদ্দ্যোশ ও বিষয়বস্তু তুলে ধরেন, গুণি পরিচালক চলচিত্রের পরিচালক দীপংকর দিপন।

এ সময় তিনি বলেন, “অপারেশন সুন্দরবন” মূলতঃ সুন্দরবনে দশ্যুদের আগ্রাসন নির্মূলে র‌্যাবের বিভিন্ন দুঃসাহসীক কার্যক্রম ফুটে উঠেছে। একজন মানুষ কিভাবে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছবিটিতে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশ্ব হেরিটেজের অংশ সুন্দরবন কিভাবে মুক্ত হলো,জীবনের ঝুঁকি নিয়ে র‌্যাব কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষযগুলি ছবিটিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নির্মিত ছবিটি গত ২০ সেপ্টেম্বর/২২ স্বগৌরবে সারাদেশব্যাপী মুক্তি পেয়েছে এবং সিনেমা হল গুলোতে প্রদর্শিত হচ্ছে। এসময় দেশের সুস্থ্যধারার চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে উদ্দ্যোগ নেয়ার আহবান জানান ছবির কলাকৌশলীরা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক জিয়াউল রোশান, নায়িকা সামিনা বাশার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে এসময় আমন্ত্রিত স্থানীয় সুধীজন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিকালে দ্বিতীয় ইভেন্ট স্থানীয় গোর এ শহীদ বড় ময়াদানে সিনেমার প্রমোশন এবং ওপেন কনসার্ট,রাত ৮টায় মর্ডান সিনেমা হলে অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শন অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/অক্টোবর ০৬, ২০২২)