স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে বঙ্গ সি ফুড প্রডাক্টসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াাদোত্তীর্ণ ফ্লেভার ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে অবৈধভাবে শিশু খাদ্য সামগ্রী তৈরি করার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে টঙ্গীর বনমালা এলাকার ওই কারাখানায় অভিযান চালিয়ে এ জরিামানা করা হয়।   

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, বঙ্গ সি ফুড প্রডাক্টসে রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচার শিশু খাদ্যসহ মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মসলায় বিএসটিআইয়ের অনুমতি না থাকা স্বত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে। ওইসব খাদ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াাকরণ, শিশু খাদ্যে মেয়াাদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করে ওজনে কম দেয়া ও বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করে ল্যাবের ফ্রিজে বিভিন্ন রিএজেন্টের সাথে পঁচা কাঁচা মরিচ ও গুড় সংরক্ষণ করে বাজারজাত করা হয়। এসব অনিয়মের কারণে ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিামান করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ০৬, ২০২২)