মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের  ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হলো "আব্দুল্যাহ মিয়ারহাট রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্ট"  ফাইনাল খেলা।  বিকেল ৩ টায় বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে চাঁদ বাড়ী  স্পোর্টিং ক্লাব বনাম চরজব্বর স্পোর্টিং ক্লাব।

উক্ত খেলায় প্রধান অথিতি ছিলেন, চট্রগ্রামের শ্রমিক নেতা ১ নং চরজব্বর ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক অলি উদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন, আব্দুল্যাহ মিয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ হাসান, সমাজ সেবক ইউছুপ কচি, সজল হক মেম্বার মেম্বার।

টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ০২ শূণ্য গোলে চাঁদ বাড়ী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের দখলে নেন চরজব্বর স্পোর্টিং ক্লাব।

পরে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অলি উদ্দিন হাওলাদার বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলা হলো মহাঔষধ।
সুন্দর, সুস্থ্য, স্বাস্থ্যবান হতে খেলার বিকল্প নেই, আজকাল যুবসমাজ মাকদে ঝুঁকে পড়ছে, খেলাধুলায় সময় দিলে যুবসমাজ আরো বহুদূর এগিয়ে যাবে, একদিন তারা জাতীয় দলে খেলে দেশের নাম উজ্জ্বল করবে। খেলা মানষিক প্রশান্তি দেয়, খেলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। গ্রাম গঞ্জের অনেক খেলা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে যেমন, কানামাছি, হাড়ুড়ু ইত্যাদি হারিয়ে যাওয়া সকল খেলাকে পূনরায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিনি খেলা পরিচালনা কমিটির প্রতি অনুরোধ জানান।

(আইইউএস/এএস/অক্টোবর ০৮, ২০২২)