স্টাফ রিপোর্টার, ঢাকা : সোমবার ভোরে পিয়াস করিমের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অধ্যাপক ড. পিয়াস করিম বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন।

রিজভী বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এই মুহূর্তে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের পক্ষে যে ক’জন সোচ্চার ছিলেন তার মধ্যে পিয়াস করিম অন্যতম ছিলেন।

এমন গুণীজনকে হারিয়ে দেশের ও সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

নিজের ও দলের পক্ষ থেকে এসময় পিয়াস করিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির যুগ্ম-মহাসচিব। একইসঙ্গে পিয়াস করিমের আত্মার শান্তি কামনা করেন।

ভোর সাড়ে ৫টায় স্কয়ার হাসপাতালে মারা যান পিয়াস করিম।

হাসপাতালের ব্রাদার মানিক জানান, ভোর ৫টার দিকে পিয়াস করিমের অসুস্থতার খবর পরিবারের সদস্যরা স্কয়ার হাসপাতালে জানান। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে হাসপাতালে আনা হয়।

চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ড. পিয়াস করিম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশ নেওয়ার কারণে পরিচিত মুখ ছিলেন।

(ওএস/অ/অক্টোবর ১৩, ২০১৪)