সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত কমদামি বিড়ি বিক্রি বন্ধের দাবি ও রাজস্ব ফাকির প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিড়ি মালিক ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচি শেষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে এনবিআর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার বেলা এগারটা থেকে বারটা পর‌্যন্ত ঘন্টাব্যাপি শহরের প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালি। সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আ: রহমান ও জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাত্তার তালুকদার।

এসময় বক্তারা পাচদফা দাবি তুলে ধরেন, দাবিগুলো হলেঅ, নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বন্ধ করা, শুল্ক ফাকি দেয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধে কাস্টমস কতৃপক্ষের যথাযথ ব্যাবস্থা গ্রহন, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, অনলাইনে লাইসেন্স দেয়া বিড়ি মালিকদের রাজস্ব আদায় ও শ্রমিকদের সপ্তাহে ছয়দিন কাজের ব্যাবস্থা করা।

কর্মসূচি শেষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে এনবিআর বরাবর পাচদফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।#

(এসআইএস/এএস/অক্টোবর ১০, ২০২২)