মেহেরপুর প্রতিনিধি : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক ও মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ বোস বাবুয়া মারা গেছেন।

মেহেরপুর বোসপাড়ার নিজ বাড়ি বোস ভবনে রবিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসেনজিৎ বোস বাবুয়া দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে প্রসেনজিৎ বোস বাবুয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সকাল ১১টায় ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

প্রসেনজিৎ বোস বাবুয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘জল্লাদের দরবার’ খ্যাত নাটকে অভিনয় করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ন্যাপের মেহেরপুর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি একজন সাংগঠনিক ব্যক্তি হিসেবে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। প্রসেনজিৎ বোস বাবুয়া তার কর্মময় জীবনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, অরিন্দম সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

(ওএস/এইচআর/অক্টোবর ১৩, ২০১৪)