স্টাফ রিপোর্টার : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জামিন ৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত।

ঢাকা মহানগর হকিম আতাউল হক সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন জামিনের মেয়াদ শেষ হওয়ায় স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ানুর রহমান। আদালত শুনানি শেষ এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল মান্নান খান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেছেন।

তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকা মুল্যর সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে ২১ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. নাছির হোসেন মামলাটি করেন।

(ওএস/এইচআর/অক্টোবর ১৩, ২০১৪)