মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বসত ঘর দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, এ ঘটানায় চরজব্বর থানায় লিখিত অভিযোগ করেন, রোকেয়া বেগম, ঘটনাটি ঘটে ১১ অক্টোবর (মঙ্গলবার) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাঁধের হাট বাজার সংলগ্ন রোকেয়ার বাড়িতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও থানা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর কচ্ছপিয়া গ্রামের ইব্রাহিম খলিল উল্যার স্ত্রী রোকেয়া বেগম (৩৫) তার পিতার ওয়ারিশ সুত্রে মায়ের ২১ সতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ ১৫- ২০ বছর যাবত বসতঘর নির্মান করে স্বামী সন্তান নিয়ে বসবাস করে যাচ্ছেন, সম্প্রতি এলাকার একটি ভুমিগ্রাসী ও কুচক্রী মহলের ইন্ধনে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রোকেয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করে আসছিলো, ঘটনার দিন ১০ অক্টোবর রোকেয়ার মেয়ের স্বামী অসুস্থ হওয়ায় তিনি তার স্বপরিবার নিয়ে হাসপাতালে অবস্থান করেন, বাড়িতে কেউ না থাকার সুবাদে পূর্বপরিকল্পিত অনুযায়ী চর মহি উদ্দিন গ্রামের মৃত দুধা মিয়ার পুত্র রুহুল আমিন (৪৫) উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আমান উল্যার পুত্র সাহাব উদ্দিন (৩৭) সাহাব উদ্দিনের স্ত্রী মনোজা খাতুন (৩২) মৃত আমান উল্যার মেয়ে খতিজা বেগম(৩০) রুহুল আমিনের ছেলে রুবেল (৩০) মৃত আমান উল্যার স্ত্রী বিবি হাজেরা খাতুনসহ দশ বারোজনের ভাড়াটিয়া লোকজন নিয়ে রাত আনুমানিক ১-২ ঘটিকার মধ্যে ঘরের তালা ভেঙে অনাধিকার প্রবেশ করে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে, আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে, লুটপাট শেষে ভাড়াটিয়া লোকজন চলে যাওয়ার পর বিবি হাজেরা খাতুন ভুক্তভোগী রোকেয়া বেগমের বসতঘরটি দখলে নেয়। পরদিন হাসপাতাল থেকে এঘটনা দেখে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গেলে অভিযুক্ত হাজেরা খাতুন তালা ভেঙ্গে ঘর দখলের বিষয়টি স্বীকার করেন, আশপাশের বসবাসরত প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযুক্ত রুহুল আমিন, সাহাব উদ্দিন, রুবেলসহ অন্যান্যদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়, এলাকাবাসী বলেন, তারা ঘটনার পর গা-ঢাকা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার এস আই অমর্ত্য মজুমদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(আইইউএস/এএস/অক্টোবর ১২, ২০২২)