রংপুর প্রতিনিধি : স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা নির্মূলে রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আহমেদুল কবীর বলেন, এ অভিযান বিগত সময়ের থেকেও শক্তভাবে পরিচালিত হবে। আমরা এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ সবার সঙ্গে কথা বলে এসেছি। আমরা এমনি এমনি আসিনি। এটি অব্যাহত থাকবে। রমেক মডেল হাসপাতাল হিসেবে দাঁড়াবে। যেখানে সাধারণ মানুষসহ সবাই ভালো চিকিৎসা পেতে পারেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা একটি টিম ওয়ার্ক। এতে কোথাও সমস্যা হলে চিকিৎসা ব্যাহত হবে। তাই মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা কারও কাছে জিম্মি থাকবে না। আমরা এরই মধ্যে জিম্মিকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বদলি করেছি, যা অব্যাহত থাকবে।

এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/অক্টোবর ১২, ২০২২)