কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করেছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, এসআই আমির মোহাম্মদ তারিক, এসআই আব্দুল আলিম, এএসআই মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

(কেকে/এনডি/অক্টোবর ১৩, ২০১৪)