স্টাফ রিপোর্টার : সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পিয়াস করিমের ধানমণ্ডির ৭ নম্বর রোডের বাড়িতে সোমবার এ কথা জানান বিশিষ্ট সাংবাদিক ড. মাহফুজুল্লাহ।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিয়াস করিম। তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এদিকে পিয়াস করিমের মৃত্যুর খবর শুনে তার বাসায় ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকালে পিয়াস করিমের বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, হাবিব উন নবী খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু, শায়রুল কবির খান, নিউ এজ সম্পাদক নূরুল কবির, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, কলামিস্ট ফরহাদ মজহার, আইনজীবী তুহিন মালিক, সারা ইসলাম, সংগীত শিল্পী ফরিদা পারভীন প্রমুখ।

>>পিয়াস করিমের মরদেহ হিমঘরে
>>ড. পিয়াস করিম আর নেই

(ওএস/এইচআর/অক্টোবর ১৩, ২০১৪)