রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জেলার শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজুস রাজবাড়ী জেলার সভাপতি জয়দেব কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং চেয়ারম্যান ও সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বরশিপের সদস্য সচিব ও কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।

প্রধান অতিথির বক্তব্য দিলীপ কুমার রায় বলেন, ভ্যাট ছাড়া কেউ স্বর্ণ বেচকেনা করবেন না। স্বর্ণের সোনালী যুগ ফিরিয়ে আনতে আমাদের সভাপতি সায়েম সোবহান আনভীর কাজ করে যাচ্ছেন। প্রশাসনিক সমস্যা দূর করতে বাজুসের শীর্ষ নেতৃত্ব দেশের বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বিশেষ সন্মানতা স্মারক তুলে দেওয়া হয়।

(একেএমজি/এএস/অক্টোবর ১৪, ২০২২)