হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে র‌্যালি, ভূমিকম্প প্রতিরোধ মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহনে ভূমিকম্প প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়।

এরপর আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল দেখান হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের একটি দল। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুর রউফ। বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ উল হক, জেলা ত্রাণ কর্মকর্তা মফজুলের রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমূখ।

(পিডিএস/এএস/অক্টোবর ১৩, ২০১৪)