সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতিতে ব্যাবহার করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার‌্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।

গ্রেফতারবকৃতরা হলো, ডাকাতদলের সক্রিয় সদস্য, পৌর এলাকার রায়পুর মহল্লার তুষার আহম্মেদ, সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামের ওয়াজেদ আলী, পৌর এলাকার চরমালশাপাড়া মহল্লার আব্দুল লতিফ, সদর উপজেলার পূবমোহনপুর গ্রামের ইনামুল হক আশিক, পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার আব্দুল মোতালেব ও সদর উপজেলার চকশিয়ালকোল গ্রামের সোহেল রানা।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) জানান, গত ১২ ই অক্টোবর রাত একটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে ঢাকা থেকে বগুড়াগামি বগুড়ার সোনাতলা থানা পুলিশের সাদা পোষাকের একটি দলের মাইক্রোবাস থামিয়ে তাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় একটি ব্যাগে থাকা পুলিশের পোষাক, বেল্ট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, দুটি মোবাইল ও কিছু টাকা লুটে নেয় ডাকাতেরা। ঘটনার পরদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার আরো জানান, মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন (পিপিএম, বিপিএম), আব্দুল ওয়াদুদ (পিপিএম) ও সহকারি উপ-পরিদর্শক মিন্টু সেখের (পিপিএম) সমন্বয়ে পুলিশের পৃথক তিনটি টিম ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির ব্যাবহার ও বিরামহীন অভিযানে ঘটনার সাথে সম্পৃক্ত ডাকাতদলের ছয় সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামাল ও ডাকাতির সময় ব্যাবহার করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামিউল আলম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির প্রমূখ।

(এস/এসপি/অক্টোবর ১৬, ২০২২)