সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুতে লাইনচ্যুত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সরানো পর এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এক লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সোমবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করে।

এর আগে, রোববার রাত ১১টায় প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইন থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর হেলে পড়ে। এ ঘটনার পর থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

(ওএস/এটি/এপ্রিল ২৮, ২০১৪)