মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে স্কুল শিক্ষিকার সাথে স্থানীয় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চুর অবৈধ সম্পর্কের প্রতিবাদে ও তার অপসারণ দাবিতে মাগুরায় মিছিল সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মহম্মদপুর জনগণ। আজ সোমবার দুপুরে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা চেয়ারম্যানের অপসারণের দাবিতে দুপুরে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করে মহম্মদপুরের জনসাধারণ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোড়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মো: ফরিদুজ্জামান, ইদুল শেখ, জগন্নাথ সাহা, পংকজ রায়, এরশাদুল আলম ফারহান প্রমুখ।
বক্তারা বলেন- জনগণের ভোট নিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন উপজেলা চেয়ারম্যান। নৈতিক স্খলনের দায়ে তার অপসারণ ও বিচারের দাবি জানান তারা ।

পরে আন্দোলনকারিরা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন বিভাগে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গত বৃহস্পতিবার গভীর রাতে এক স্কুল শিক্ষিকার সঙ্গে অনৈতিক কর্মকান্ডের সময় মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু জনতার হাতে ধরা পড়েন। এ অভিযোগে শুক্রবার থেকে উপজেলা চেয়ারম্যানের অপসারণ ও বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছেন মহম্মদপুরের এলাকাবাসি। তারা ওই চেয়ারম্যানের অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবি করেন।

(ডিসি/এএস/অক্টোবর ১৩, ২০১৪)