মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরবে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় ভৈরবেও ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। আমন ও গমের মৌসুমে ইঁদুর বেশীর ভাগ জমিতে ৫ থেকে ১০ ভাগ ফসল নষ্ট করে। এই ক্ষতিতে বাংলাদেশে প্রায় প্রতি বছর কোটি কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে কৃষকদের সচেতন হতে হবে। কৃষি অধিদপ্তরের সহায়তায় কিভাবে ফসল রক্ষা করা যায় সেক্ষেত্রে কৃষি অফিসের সহায়তা নিতে হবে। এ জন্য ভৈরবে বিভিন্ন ব্লকে ২২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করবে। কৃষকদের সচেতন করতে ইঁদুর নিধন এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(এম/এসপি/অক্টোবর ১৮, ২০২২)