মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরবে শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে র‌্যালি ও বেলুন উড়িয়ে এ দিবসটি উদযাপন করা হয়। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর মাস। “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই”- এ স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা ওসি তদন্ত (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈকত হোসেন সাগর, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আশরাফ আলী প্রমুখ।

আলোচনা সভায় অতিথিবৃন্দরা হলেন, মানুষের স্বাস্থ্য সচেতনতায় খাবারের পূর্বে ও যেকোন কাজের পরে নিয়মিত হাত পরিস্কার করতে হবে। তবে কিছু নিয়মতান্ত্রিকভাবে হাত পরিস্কার করতে পারলেই হাতের রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষের সুস্থ্যতার জন্য এ নিয়ম অতীব জরুরী। তবে শিশুদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে বেশী।
আলোচনা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।

আলোচনা শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে তাদের মধ্যে হাত ধোয়ার নিয়ম দেখানো হয়। সাবান দিয়ে কিভাবে হাত ধুয়ে পরিস্কার করতে হয় তার নিয়ম দেখানো হয়।

(এম/এসপি/অক্টোবর ১৮, ২০২২)