গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে ফেরত পেতে মানববন্ধন করেছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কে  হাত ধরে ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচী পালন করে।

ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ডেপুটেশনে আসা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. হানিফ সিদ্দীকির মেয়াদ শেষ হয় সোমবার। তিনি তাঁর পূর্বের কর্মস্থল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাচ্ছেন। এই শিক্ষক আমাদের জন্য খুবই পজেটিভ। তাঁর পাঠদান কৌশল, আদর্শ বা সততা আমাদের সামনে চলার পথকে অনুপ্রেরনা যোগায়। তাই এই শিক্ষককে আমরা ফিরে পেতে চাই। ওই শিক্ষকের ডেপুটেশনের মেয়াদ বাড়িয়ে যাতে গোপালগঞ্জের এই বিশ্ববিদ্যালয়ে রেখে দেয়া হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

(এমএইচএম/এএস/অক্টোবর ১৩, ২০১৪)