ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সারাদেশে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের হত্যা, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ সফল করতে নীলফামারীতে জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ন-মহাসচিব হারুন নুর রশীদ এমপি, সংগঠনটির রংপুর বিভাগীয সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন প্রমুখ।

বক্তারা, যে কোন মূল্যে রংপুরের গণসমাবেশ সফল করতে প্রয়োজনে 'জীবন দেবো, না হয় নেবো' বলেও প্রস্তুতি সভায় উল্লেখ করেছেন। বাস-ট্রেন বন্ধ করে দিলে নেতা-কর্মীদের করনীয় নির্ধারনেও বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

(ওকে/এসপি/অক্টোবর ২০, ২০২২)