কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা বঙোপসাগরের হাইর সংলগ্ন অন্তত ৭০ কিলোমিটার পূর্বে বিশেষ অভিযান চালিয়ে ৯ জেলেসহ দুইটি মাছধরা ট্রলার আটক করেছে কলাপাড়া উপজেলা মৎস্যবিভাগ ও কোষ্টগার্ড সদস্যরা।

সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। ওইদিন বিকালে আটক করা জেলেদের কোষ্টগার্ড নিজামপুর কন্টিনজেন্টে নিয়ে আসা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের ভ্রাম্যমান আদালত প্রত্যেক জেলেকে একবছর করে সশ্রম কারাদন্ড দেন। এরা হলেন কাওসার, আনিস, নাসির, বেল্লাল,ফোরকান, লালমিয়া,বেল্লাল ভুইয়া, শাহাদাত ও বেছুমিয়া। তাদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামে।

আটককৃত জেলে বেছুমিয়া জানান, ট্রলার মালিক মেীডুবির মুসা হাজী গত ৯ অক্টোবর তাদের জোড়পূর্বক মাছ শিকারের জন্য সাগরে যেতে বাধ্য করে। তারা গত তিনদিন সাগরের বিভিন্ন মোহনা থেকে মাছ শিকার করলেও কোষ্টগার্ড সদস্যরা তাদের আটক করে অন্য একটি ট্রলারে অভিযান চালাতে গেলে মহিপুরের লাল জাইল্লারা(বড় ট্রলার) তাদের ট্রলারে হামলা করে মাছ লুট করে নেয়।

উপজেলা নিবাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ট্রলার দুটি আটক করা হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার ২০ হাজার মিটার ইলিশ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কলাপাড়া-গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মইনুল হক,কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)মো.মনিরুজ্জামান, নিজামপুর কোষ্টগাড’র কন্টিনজেন্ট কমান্ডার মো. জানে আলম প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, উদ্ধারকরা ইলিশ মাছ শিশুদের মাঝে বিতরন করা হয়েছে।

(ওএস/এটিআর/অক্টোবর ১৩, ২০১৪)