সোহেল রানা, শেরপুর : “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যে শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে শেরপুর পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে সচেতন করতে হবে। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

(এসআর/এসপি/অক্টোবর ২৬, ২০২২)