স্টাফ রিপোর্টার :গতকাল সোমবার ভোরে র‌্যাব৪-এর একটি দল গাজীপুরের কোনাবাড়ীর কাশিমপুর সড়কের মাকসুদা মঞ্জিলের পঞ্চম তলায় অভিযান চালিয়ে ৯ ভুয়া এমএলএম ব্যবসায়ীকে আটক করেছে

তাদের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে । এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যের স্বাক্ষরযুক্ত স্ট্যাম্প, একটি ল্যাপটপ, ভুয়া এমএলএম কম্পানি এম-টাচ বিডি লিমিটেডের বিজ্ঞাপনসংবলিত ব্যানার ও চাকরির বিজ্ঞপ্তিসংক্রান্ত বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
আটকৃতরা ৯ জন হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের ফরিদপুর গ্রামের আমিনুল ইসলাম তুষার, বরিশালের উজিরপুরের রসুলাবাদের আবুল কালাম আজাদ, কুষ্টিয়ার দৌলতপুরের ময়রামপুরের শাহাবুল ইসলাম, শেরপুরের লোহারচরের শাহীন আলম, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী গ্রামের সাইফুর রহমান, কুমিল্লার চান্দিনার কাদুটির গ্রামের আলমগীর, রংপুরের গঙ্গাচড়ার আরাজীনিয়ামত গ্রামের মে. লিমন, নওগারমান্দা থানার মীরপাড়া গ্রামের মো. সুইট ও শরীয়তপুরের ভেদরগঞ্জের পুটিয়ার আবু তাহের মাসুম।


(ওএস/এসসি/অক্টোবর১৪,২০১৪)