দিনাজপুর প্রতিনিধি : জেলার বিরামপুর শহরে মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এবং ট্রাকচাপায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

উপজেলার আচোলকোল গ্রামের এমবিএ শেষ বর্ষের ছাত্র আশরাফুল সোমবার বিরামপুর পূর্বপাড়া মোড়ে ট্রাকচাপায় নিহত হয়।

মর্মান্তিক মৃত্যুর এ ঘটনায় মহাসড়ের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে উপজেলার সচেতন নাগরিক সমাজ ফুঁসে ওঠে।

দুর্ঘটনাস্থলে মানববন্ধনকালে বক্তব্য রাখেন, বিরামপুর বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিম, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক শাহাবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, শফিকুল ইসলাম দুলাল মেম্বার, শামছুজ্জোহা শাহী, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, ডাঃ নূরুল হক, কামরুজ্জামান প্রমুখ।

পরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত ও পূর্বপাড়া মোড়ে স্পিড ব্রেকার পুনঃস্থাপনের দাবিতে ইউএনওর নিকট স্মারকলিপি দেয়া হয়েছে।

(এমএইচএম/এনডি/অক্টোবর ১৪, ২০১৪)