প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ৩০অক্টোবর গভীর রাতে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের নুর বকসের সাথে পার্শ্ববর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। যার মামলা কুড়িগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে।

উক্ত দ্বন্দের জেরে রোববার ভোরে শহিদুল ইসলামের ছেলেরা নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে একটি ঘর ও ঘরের অসবাবপত্র সম্পুর্ণ রূপে ভস্মিভূত হয়। এছাড়াও অপর একটি ঘরের অর্ধেক অংশ পুড়ে যায়। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুর বকসের দুই ছেলের স্ত্রী কহিনুুর বেগম ও ফারজানা বেগম অভিযোগ করে জানান, শহিদুল ইসলামের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে তাদের দ্বন্দ চলে আসছিল । তাদের রোষের ভয়ে রাতের বেলা তারা শহরে তাদের বাবার বাড়িতে রাত্রী যাপন করেন। কিন্তু শনিবার দুপুরে তারা তাদের বাড়িতে ফিরলে শহিদুল ইসলাম ও তার ছেলে বাবুসহ তাদের বাড়ির আরও দুইজন মহিলা তাদের উপর চড়াও হয়। সেই সাথে মারধর করে। তারা পাশের বাসায় গিয়ে আশ্রয় নেয়। এসময় হুমকী দিয়ে যায় আজ রাতেই তাদের ভিটে ছাড়ার জন্য বাড়িতে আগুন লাগিয়ে দিবে। তারা শেষ পর্যন্ত গভীর রাতে সেই কাজটিই করে। আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। তার আগে ঘরে প্রবেশ করে বিভিন্ন জিনিস লুট করে ও তছনছ করে নিয়ে যায়।

অপরদিকে অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা তাদের ঘরে আগুন দিয়েছে আমরা তা জানি না।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

(পিএস/এসপি/অক্টোবর ৩০, ২০২২)