স্পোর্টস ডেস্ক, ঢাকা : ঢাকা বিশ্বকাপ জুনে শুরু হচ্ছে। ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের মাঠে খেলবে। তাই চাপ বেড়েই চলেছে। ফেলিপ স্কলারির অধীনে ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয় করেছিল। ১২ বছর পর আবারও তার অধীনেই খেলতে নামবেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। স্কলারির অভিজ্ঞতা রয়েছে। তবে কোনো চাপ নিতে চাইছেন না তিনি।

ব্রাজিল পঞ্চম বিশ্বকাপ জয় করেছিল ৬৫ বছর বয়সী স্কলারির হাত ধরে। স্কলারি বলেছেন, ‘প্রতিদিন আমি আরও সচেতন হয়ে উঠি যখন ভাবি আমরা বিশ্বকাপ জয় করতে যাব। এটাও জানি অন্য দলগুলোকে সমীহ করতে হবে কিন্তু সাধারণভাবে বলতে পারি আমাদের দলটি ভালো।’

স্কলারি অবশ্য কয়েকদিন আগে বিশ্বকাপ দলে খেলবেন এমন ৯ জনের নাম ঘোষণা করেছেন। সৌভাগ্যবানরা হচ্ছেন- ডেভিড লুইজ, অস্কার, রামিরেজ, উইলিয়ান, পাওলিনহো, হুলিও সিজার, থিয়াগো সিলভা, ফ্রেদ ও নেইমার।

স্কলারি আনুষ্ঠানিকভাবে ২৩ জনের নাম ঘোষণা করবেন আগামী ৭ মে। আগামী ১২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এর আগে পানামা ও সার্বিয়ার সঙ্গে ২টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

(ওএস/পি/এপ্রিল ২৮,২০১৪)