গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগ নেতা কর্মীরা স্থানীয় বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনের সড়কে শেষ করে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রনেতা আমিনুর রহমান খান, মিকাইল মুন্সী, শফিকুল হক সজীব, সামিউল হক তনু, তুহিন খান, দ্বীন ইসলাম, মোজাহিদুল ইসলাম, শাহনেওয়াজ প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে তারেক রহমানকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

(এমএইচএম/জেএ/অক্টোবর ১৪, ২০১৪)