স্পোর্টস ডেস্ক, ঢাকা : অন্যরকম অভিনন্দন পেয়েছে ফেনেরবাখ ১৯তম তার্কিস (তুরস্ক) লিগ শিরোপা জয়ের উৎসবে। অবশ্য রবিবার তারা সেকুর রিজেসপোরের বিপক্ষে ড্র করে।

নিজেদের মাঠে এই শিরোপা জয় স্মরণীয় হয়ে থাকবে। ৫০ হাজারেরও বেশি নারী ও শিশু ফুল, প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে ও ফেনেরবাখের জার্সি পড়ে চ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছেন। অবশ্য এই ম্যাচে পূর্ণবয়স্ক পুরুষের গ্যালারিতে প্রবেশ নিষেধ ছিল। ৩ সপ্তাহ আগেই লিভারপুলের সাবেক তারকা ডার্ক কুইটের দল ফেনেরবাখ শিরোপা নিশ্চিত করে ফেলেছে। বিশৃঙ্খলা করার জন্য পূর্ণবয়স্ক পুরুষরা এই ম্যাচে প্রবেশ করতে পারেননি। তবে পুরুষরা পথে পথে জয় উৎসব করেছেন।

এই উৎসব শুধু গ্যালারিতে থেমে ছিল না। রাতভর পথেও চলেছে উৎসব। গানে গানে চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছে তারা।

(ওএস/পি/এপ্রিল ২৮,২০১৪)