সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি হতে চান মাদ্রাসার নিরাপত্তা কর্মি মো: আবু সায়েম খান। নিজেকে সভাপতি প্রার্থী ঘোষনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার দিয়ে প্রচারনাও চালাচ্ছেন তিনি। তবে গণমাধ্যমকর্মিদের প্রশ্নে সভাপতি প্রার্থী হওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ি গ্রামের আ: করিমের ছেলে আবু সায়েম খান। নিরাপত্তা কর্মি হিসেবে চাকরি করেন স্থানীয় মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ দাখিল মাদ্রাসায়। কিন্তু ক্ষমতাসিন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী হিসেবে প্রচারনা চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার পোষ্ট করেছেন। চালাচ্ছেন জোর তদবির। ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সরকারি বেসরকারি চাকরিতে থাকা কেউ সংগঠনটির সদস্যপদও পাবেন না। অথচ আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায়ও সভাপতি প্রার্থী হওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে নিয়মিত ছাত্র হিসেবে ছাত্রলীগের রাজনীতি করা কর্মিদের মাঝে।

প্রশ্ন করা হলে মো: আবু সায়েম খান জানান, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনই হবে না। কারন এই ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলন হয়নি। নিজে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, অনেক আগে আমি প্রার্থী হিসেবে ব্যানার দিয়েছিলাম।

এ বিষয়ে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান বাচ্চু বলেন, এ মুহুর্তে সম্মেলনের সম্ভাবনা নেই, তবে আলোচনা চলছে। আর প্রার্থী হলেও চাকরিরত অবস্থায় কেউ নেতা হতে পারবে না।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, তৃনমূলে সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে, তবে চাকরিরত কেউ প্রার্থী হওয়ার বিষয়টি আমার জানা নেই। প্রার্থী হলেও এমন কেউ সংগঠনের নেতৃত্বে আসতে পারবে না।#

(এসআইএস/এএস/নভেম্বর ০১, ২০২২)