হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্থানীয় একটি সংবাদপত্র অফিসে ভাংচুর ও পুলিশের উপর হামলা মামলায় যুবদল, ছাত্রদলের ১১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতের হবিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম সাজন, মামুনুর রশিদ মামুন, জেলা যুবদল নেতা মর্ত্তুজা আহমেদ রিপন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক জিকে ঝলক, মালেক শাহ, ছালেক মিয়া, রকি, প্রীতম, রবিউল, সফিক হাজির হন।

এসময় আসামীপক্ষে এডভোকেট নুরুজ্জামান, এডভোকেট নুরুল ইসলামসহ বিএনপিপন্থী আইনজীবিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ সময় আদালত পাড়ায় যুবদল ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করে। বাদীপক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট রুহুল হাসান শরীফ।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় দৈনিক লোকালয় বার্তা কার্যালয়ে হামলা ভাংচুর করে যুবদল নেতাকর্মীরা। এ ঘটনায় পরদিন আবারো সংঘর্ষ হয়। পরে পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।

(পিডিএস/জেএ/অক্টোবর ১৪, ২০১৪)