ভোলা প্রতিনিধি : ইলিশ ধরার দায়ে ভোলায়  ৪১ জেলের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পযর্ন্ত পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের মধ্যে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড, ২ জনকে দুই মাস এবং ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাকিদের জরিমানা করা হয়েছে। জরিমানা ও দণ্ডপ্রাপ্তদের মধ্যে চরফ্যাশনের ৭ জন, লালমোহনের ১৭ জন, দৌলতখানে ৪জন, মনপুরার ৮ জন ও বোরহানউদ্দিনের ৫ জন রয়েছেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুর জামান জানান, মেঘনার শিবচর এলাকা থেকে ৭ জেলেকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান তাদেরকে এক বছর করে কারাদণ্ড দেন।

লালমোহন উপজেলার মৎস্য কর্মকর্তা আলী আহাম্মেদ জানান, মেঘনায় মঙ্গল সিকদার পয়েন্ট থেকে ১৭ জেলেকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে নিবার্হী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের কাছ থেকে ৫১ হাজার টাকা আদায় করেন।

পরে দৌলতখানের মেঘনা থেকে আটক ৪জনকে ১৫ দিনে করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও দৌলতখানের নিবার্হী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ দণ্ড দেন।

বোরহানউদ্দিন উপজেলার মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন জানান, মেঘনার হাকিমউদ্দিন পয়েন্ট থেকে ৫ জনকে আটক করে ২ জনকে এক মাস করে কারাদণ্ড ও ৩ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০১৪)