সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ফিরোজ মাতুব্বর (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের স্বরুপদিয়া-বড়দিয়া গ্রামে এঘটনা ঘটে। ফিরোজ ওই গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, ফিরোজ ৪ লাখ টাকা খরচ করে উমানে গিয়েছিলেন। সেখানে তিনি বেশিদিন থাকতে পারেনি। গত ৩মাস আগে উমান থেকে ধরা খেয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরেই মানসিক সমস্যা হয় তার। মাঝে মাঝে পরিবারের লোকজনের সাথে খারাপ আচরন করে। মঙ্গলবার দিবাগত রাতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে বাগানের একটি কাঠাল গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ফিরোজ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ফিরোজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(এএনএইচ/এএস/নভেম্বর ০২, ২০২২)