ময়মনিসংহ প্রতিনিধি : সৌদী আরবের সময়ের সাথে মিল রেখে ময়মনসিংহে ঈদ পালনকারীদের একটি অংশ আতংকে দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, গত ১০ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়াস্থ গোস্টা মার্কাস মসজিদে সৌদী আরবের সাথে মিল রেখে ঈদ পালন সংক্রান্ত একটি মতামত সভা ( বাহাজ) অনুষ্ঠিত হয় । সভায় অবস্থান নেন দু’টি পক্ষ । অভিযোগকারী মো. আবুল কাশেম, রেজাউল হক, আনোয়ার হোসেন, জুলহাস উদ্দিন, জাহাঙ্গীর জানান, বাহাজের শুরুতে প্রতিপক্ষরা ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে কৌশলে তাদেরসহ অপরাপর সহযোগীদের স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে ।

একপর্যায়ে প্রতিপক্ষরা বলে যে, ঈদের চাঁদ ৩টি দেখায় এছাড়াও কোরআন হাসিদের অপব্যাখ্যা উপস্থাপন করে তাদের যুক্তি মেনে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে । প্রতিপক্ষের এহেন কর্মকান্ডে এক পর্যায়ে অভিযোগকারীরা বাহাজস্থল ত্যাগ করে চলে আসে। বিষয়টি ভিন্নদিকে প্রবাহিত করতে প্রতিপক্ষরা সৌদী আরবের সাথে মিল রেখে ঈদ সমর্থনকারীদের বিরোধীদল এবং তাদের পরাজয় এই সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ করায় ।

অভিযোগকারীগণ বলেন, প্রতিপক্ষরা প্রতারণামূলক মনগড়া, চক্রান্তমূলক ও দূরভীসন্ধিমূলক সংবাদ প্রকাশ করে আমাদের ধর্মীয় বিশ্বাসের অনুভূতিতে আঘাত হেনেছেন। এরপরও তারা ক্ষান্ত হননি। প্রতিপক্ষরা এ মর্মে হুমকি দিয়েছেন যে , তোমরা স্ট্যাম্পে স্বাক্ষর করেছ অতএব বেশী বুঝলে তোমাদের নামে মামলা করা হবে। এছাড়াও তোমাদের ক্ষয়ক্ষতি, হয়রানি ও সামাজিকভাবে নাজেহাল করা হবে। এ ঘটনার পর তেকে সৌদী সময়ে ঈদ পালনকারীরা আতংকে দিন কাটাচ্ছেন ।

(এমডি/জেএ/অক্টোবর ১৪, ২০১৪)