কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট নামক স্থানে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের এক আরোহী। নিহতের নাম মোহাম্মদ শরীফ (৪৫)। সে ফরিদপুর সদরের হারু কান্দি গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার (৪ নভেম্বর) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে পার্শবর্তী মাগুরা জেলার মুহাম্মদপুরের মধুমতি নদীতে বিহারী লাল সিকদার নৌকাবাইচ দেখতে যাচ্ছিল। মুজুরদিয়া ব্রিজের মোড়ে দ্রুতগতীর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরগামী বিলাস পরিবহন (ফরিদপুর-গ ১১০০০৫) চলন্ত বাসের নিচে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মোটরসাইকেল চালক শরীফ।

এ সময় মোটরসাইকেল আরোহী অপর যুবক গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।

বোয়ালমারী থানা উপ-পরিদর্শক আক্কাচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

(কেএফ/এসপি/নভেম্বর ০৪, ২০২২)