ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : 'ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই' প্রতিপাদ্য করে আগামী ১২ নভেম্বর শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার 'ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২' অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশ গুপ্ত।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, রমেন মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার, ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববিতা রাণী রায়। ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি খোকা রাম রায় সভাপতিত্ব করবেন।

(ওআরকে/এএস/নভেম্বর ০৭, ২০২২)