স্পোর্টস ডেস্ক, ঢাকা : বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) দৃষ্টিতে। এই পুরস্কার সতীর্থদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি।

রবিবার চেলসির কাছে ২-০ গোলে হেরেছিল লিভারপুল। হারের পর সুয়ারেজ লন্ডনের গ্রোসভেনর হাউস হোটেলে উপস্থিত হয়েছিলেন। সেখানেই পুরস্কার গ্রহণ করেছেন।

চেলসির এডেন হ্যাজার্ড বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন। যদিও তিনি রবিবারের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি।

সুয়ারেজের অসাধারণ নৈপূণ্যে লিভারপুল ২৪ বছর পর ইংলিশ লিগ শিরোপার অনেক কাছে পৌঁছে গেছে। ২৭ বছর বয়সী সুয়ারেজ চলতি মৌসুমে ৩১টি লিগ ম্যাচে ৩০ গোল করেছেন। মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি। কারণ গত মৌসুমে চেলসির ব্রানিসলাভ ইভানোভিচকে কামড় দেয়ায় ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফলে এই মৌসুমে কয়েক ম্যাচ নিষিদ্ধ ছিলেন সুয়ারেজ।

পিএফএ বর্ষসেরা একাদশও নির্বাচন করেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের কোনো খেলোয়াড় এই দলে নেই।

(ওএস/পি/এপ্রিল ২৮,২০১৪)