কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের কৃষক আব্দুল কাদের হাওলাদার (৬৫) হত্যা মামলার ২৪ আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার আসামীরা কলাপাড়ায় ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস আসামীদের জামিন নামঞ্জুর করেন জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আসামী হলেন, সোবাহান সিকদার, আনোয়ার সিকদার, আবুল হোসেন সিকদার ,আল-আমিন তালুকদার, কেরামত আলী হাওলাদার, সুলতান হাওলাদার, কামাল, শাওন হাওলাদার, শাওন সিকদার, শহীদুল ইসলাম, জাহিদ তালুকদার, হরিদাস হাওলাদার, গৌতম মন্ডল বুদ্ধ, উত্তম সরকার,ইউসুফ আলী তালুকদার, সৈয়দ আলী, জাকির ঘরামী, সাইফুর রহমান,সাইফুল জোম্মাদ্দার, আলানুর, জহির তালুকদার, ফরিদ তালুকদার, সালাম হাওলাদার।

জানা গেছে, গত ২জুলাই রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের কৃষক আবদুল কাদের খুন হয়। পুলিশ ওই রাতে একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মোখলেসুর রহমান ৪ জুলাই উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারসহ ৪৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬০জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।

(এমকেআর/এএস/অক্টোবর ১৪, ২০১৪)