সালথা প্রতি‌নি‌ধি : উদ্ভাবনী জ‌য়োল্লা‌সে, স্মার্ট বাংলা‌দেশ, এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ‌ডি‌জিটাল মেলা ২০২২ উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উপ‌জেলা প্রশাস‌ন।

বুধবার (৯ ন‌ভেম্বর) বেলা ১০টার দি‌কে প্রথমে উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে মেলার শুভ উ‌দ্ভোধন করা হয়। দিনব‌্যাপী এই মেলা চার‌টি প‌্যা‌ভি‌লিয়া‌নে প্রায় ২৫‌টি স্টল অংশ নেয়। উপ‌জেলার বি‌ভিন্ন দপ্তর, সেবামূলক প্রতিষ্ঠ‌ন, স্কুল ও ক‌লে‌জের শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে। মেলায় ছোট -বড় নানা শ্রেনী পেশার মানুষ বি‌ভিন্ন স্ট‌লে ভীর ক‌রেন।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌্যা‌নেল চেয়ারম‌্যান রুপা বেগম, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক, উপজেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায় উপ‌জেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।

আগত অ‌তি‌থি বৃন্দ মেলার বি‌ভিন্ন স্টল প‌রিদর্শন ক‌রেন। মেলা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

(এএন/এসপি/নভেম্বর ০৯, ২০২২)