দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বিকেল চারটায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে গোপালপুর বাজারে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক। বাংলা ভাই, আব্দুর রহমানের মত জঙ্গি সৃষ্টিকারী, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামাত। সেই বিএনপি-জামাত আজকে নতুন করে বাংলাদেশকে আবারো বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে জঙ্গি হামলার চক্রান্ত করছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে। এছাড়াও তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

(ডিসি/এসপি/নভেম্বর ০৯, ২০২২)