সাতক্ষীরা প্রতিনিধি :প্রেট্রোলের আগুণে দগ্ধ শিশু তামিম আজাদ ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে অবশেষে চলে গেছে না ফেরার দেশে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, গত ৮ অক্টোবর রাত ১২ টার দিকে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকাকালিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কলেজ শিক্ষক খলিলুর খলিলুর রহমানের স্ত্রী ঝর্ণা খাতুন (৩৫), তার ছেলে তানভির আসাদ(১১) ও তামিম আজাদকে (৭) জানালার ফাঁক দিয়ে প্রেট্রোল স্প্রে করে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরদিন রাতে তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের মধ্যে তামিম আজাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের কনসালট্যান্ট ডাঃ আশু রঞ্জন ভক্ত চিকিৎসাধীন অবসস্থায় তামিম আজাদের মৃত্যুর কথাটি নিশ্চিত করেছেন।


(আরকে /এসসি/অক্টোবর১৫,২০১৪)