দিলীপ চন্দ, ফরিদপুর : ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক মত বিনিময় সভা গতকাল বুধবার রাতে ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ডাক্তার আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ‌ সদস্য সচিব ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ রিঙ্কু, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া, বক্তব্য রাখেন এডভোকেট জসিম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাবিব , অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক তারেক আইয়ুব খান, মোঃ নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, শওকত হোসেন, অধ্যক্ষ লোকমান হোসেন, মাসুদুল হক হাসান প্রমূখ।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, এই সরকার ক্ষমতায় এসে জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষা করতে পারেনি। ক্রমশ দ্রব্যমূল্য দাম বাড়ছে ‌খাদ্য সামগ্রীর দাম বাড়ছে। অথচ এদিক তাদের লক্ষ্য নেই। তারা শুধুমাত্র তাদের আখের গোছাতে ব্যস্ত।

বক্তারা বলেন, আগামী ১২ তারিখে এই গণসমাবেশ প্রমাণ করবে ফরিদপুর বিভাগ বিএনপির ঘাঁটি। তার অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ দাবি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

(ডিসি/এসপি/নভেম্বর ১০, ২০২২)