কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীর শিল্প এলাকা নতুন বাজার সাতঘরিয়া পাড়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন।

মহেশখালীতেআটদোকানেআগুন, আহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীর শিল্প এলাকা নতুন বাজার সাতঘরিয়া পাড়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন

স্থানীয় সংবাদকর্মী আমিনুল হক আমীন জানান, ব্যবসায়ী নুরুল কবিরের ওয়ার্কসপ থেকে বিদ্যুৎ শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় নুরুল কবিরের তিনটি, রাহমত আলীর চারটি শহিদুল্লাহর একটি দোকান। দোকানগুলোর মধ্যে ওয়ার্কসপ, টমটম সিএনজির পার্টসের দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান, শুটকি মাছের গুদাম এবং কুলিং কর্ণার ছিল

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয় রেজাউল করিম (৩২), আহমদ উল্লাহ (২৮), অজ্ঞাতপরিচয় পাঁচজন। আহতদের মহেশালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

(ওএস/এইচআর/অক্টোবর ১৫, ২০১৪)

স্থানীয় সংবাদকর্মী আমিনুল হক আমীন জানান, ব্যবসায়ী নুরুল কবিরের ওয়ার্কসপ থেকে বিদ্যুৎ শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় নুরুল কবিরের তিনটি, রাহমত আলীর চারটি ও শহিদুল্লাহর একটি দোকান। দোকানগুলোর মধ্যে ওয়ার্কসপ, টমটম ও সিএনজির পার্টসের দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান, শুটকি মাছের গুদাম এবং কুলিং কর্ণার ছিল।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয় রেজাউল করিম (৩২), আহমদ উল্লাহ (২৮), ও অজ্ঞাতপরিচয় পাঁচজন। আহতদের মহেশালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১৫, ২০১৪)