চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারত সীমান্তে পানির পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুই বাংলাদেশীর। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, এরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মান্নান মিয়ার ছেলে আনন্দ মিয়া (২৮) ও একই গ্রামের মোহাম্মদ আলী গেজার ছেলে সুজা উদ্দিন (৩০)।

চুয়াডাঙ্গা- ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, রাত ৩টার দিকে ফেনসিডিল নিয়ে ফিরছিলেন আনন্দ ও সুজা। এ সময় তারা উপজেলার গয়েশপুর সীমান্তের প্রধান পিলার ৬৭/২-এস বরাবর ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার কুলুপাড়ায় পানির পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি জানান, বুধবার ভোরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।

(ওএস/এইচআর/অক্টোবর ১৫, ২০১৪)