কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীর রূপাপাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম নজর আলী বিশ্বাস (৩২)। তিনি বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সহস্রাইল-কালিনগর সড়কের তেঁতুলিয়া বাজার সংলগ্ন থ্রি-হুইলার নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, সহস্রাইল থেকে রূপাপাত কালিনগর বাজারে যাওয়ার সময় নসিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন নজর আলী। এ ঘটনায় লিয়ন ও তারিকুল বিশ্বাস নামে আরও দুজন আহত হন। আহতদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ রহমান।

এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ মুহম্মদ আব্দুল ওহাব বলেন, নসিমনটি দ্রুতগতিতে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে অপর একটি গাড়ি নসিমনের সামনে চলে আসলে নসিমনের চালক জায়গায় ব্রেক করলে নসিমনটি উলটে যায়। এতে
নসিমনের নিচে চাপা পড়ে নজর আলি ঘটনাস্থলেই মারা যান।

(কেএফ/এসপি/নভেম্বর ১৫, ২০২২)