স্টাফ রিপোর্টার : সরকারের শীর্ষ নেতাদের ইশারাতেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মরহুম ডা. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিয়ে যেতে ক্ষমতাসীনদের সংগঠনগুলো বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নিজেদের পৈতৃক সম্পত্তি হিসাবে ক্ষমতাসীনরা শহীদ মিনার দখল করে নিয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, সরকার মধ্যযুগীয় শাসনে বিশ্বাস করে। তাই ক্ষমতাসীনরা রক্তপাতকেই ক্ষমতায় টিকে থাকায় একামাত্র পথ বলে মনে করছে ।

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের হত্যা করতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সরকার ফ্রি লাইসেন্স দিয়েছে। তাই বিএনপির নেতাকর্মীদের হত্যা করার পরও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় না।

রিজভী বলেন, দুর্নীতি দমন কমিশন সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি করার জন্য সনদপত্র প্রদান করেছেন। যাতে মন্ত্রীরা স্বাধীনভাবে দুর্নীতি করতে পারেন।

তিনি বলেন, লোক দেখানো সাফল্য ও বিদেশীদের দেখানোর জন্য সরকার শিক্ষাখাতে পাসের হার বৃদ্ধি করেছেন। এবং সরকার সুপরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে।

সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/অক্টোবর ১৫, ২০১৪)